- বাংলাদেশ
- শপথ নিলেন আপিল বিভাগে নবনিযুক্ত তিন বিচারপতি
শপথ নিলেন আপিল বিভাগে নবনিযুক্ত তিন বিচারপতি

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পাওয়া তিন জন বিচারপতি শপথ নিয়েছেন।
তারা হলেন- বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি কৃষ্ণা দেবনাথ।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আজ রোববার সকাল সাড়ে ১০ টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই তিন বিচারপতিকে শপথবাক্য পাঠ করান।
তবে একই সঙ্গে নিয়োগ পাওয়া বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান অসুস্থ থাকায় শপথ অনুষ্ঠানে আসেননি। তিনি সুস্থ হলে পরে তার শপথ অনুষ্ঠিত হবে।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর। এ সময় সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব (দায়িত্বপ্রাপ্ত) মাে. গোলাম সারওয়ার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আপিল বিভাগে চার বিচারপতির নিয়োগের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান, বিচারপতি কৃষ্ণা দেবনাথকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক নিয়ােগ করিয়াছেন। এই নিয়ােগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হইবে।’
মন্তব্য করুন