মহামারি করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সবাইকে করোনাভাইরাস প্রতিরোধী টিকা গ্রহণ এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যারা টিকা নেননি, তারা দ্রুত টিকা নিয়ে নেবেন। আমরা স্কুলের ছাত্রছাত্রীদেরও টিকা দেয়া শুরু করেছি। টিকা নিলে অন্তত পক্ষে জীবনে বেঁচে থাকা যায়।

প্রধানমন্ত্রী বলেন, করোনার নতুন ধরন ওমিক্রন দ্রুত ছড়াচ্ছে। আমি সবাইকে স্বাস্থ্য সুরক্ষার বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানাবো। আমরা ইতোমধ্যে কিছু নির্দেশনা দিয়েছি সেই নির্দেশনাগুলো সবাই মেনে চলবেন।

ঢাকার আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সের উদ্বোধন অনুষ্ঠানে বৃহস্পতিবার সকালে তিনি এ আহ্বান জানান। বিজ্ঞান প্রদর্শনী, বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী কার্যক্রম পরিচালনার জন্য এ কমপ্লেক্স নির্মাণ করা হয়। ভবনটির নির্মাণ কাজ শুরু হয় ২০১৪ সালে। এতে আছে ৮ হাজার বর্গফুটের অডিটোরিয়াম,বিশাল হলরুম, লাইব্রেরি ও আর্কাইভ।