- বাংলাদেশ
- চিরিরবন্দরে বাসা থেকে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চিরিরবন্দরে বাসা থেকে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি
দিনাজপুরের চিরিরবন্দরে ভাড়া বাসা থেকে গলায় ফাঁস লাগানো মোশরেফা খাতুন (১৫) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ঘুঘুরাতলীর বাসা থেকে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত মোশরেফা খাতুন উপজেলার আব্দুলপুর ইউনিয়নের দক্ষিণ সুকদেবপুর গ্রামের মকবুল হোসেনের মেয়ে। সে চিরিরবন্দরের রাবেয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ৭ম শ্রেণিতে পড়তো।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, পড়ালেখার সুবিধার জন্য মোশরেফা ও তার মা ঘুঘুরাতলীর একটি ভাড়া বাসায় থাকত। বৃহস্পতিবার বিকেলে তার মা বাজার করার জন্য ঘুঘুরাতলিতে যান। সেখান থেকে ফেরার পর দরজায় নক করলেও কোনো সাড়াশব্দ পাওয়া না গেলে প্রতিবেশী একজনকে জানান তিনি। পাশের বাড়ির এক ছেলে প্রচীর টপকে ভেতরে গিয়ে মোশরেফার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে তাকে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
মন্তব্য করুন