- বাংলাদেশ
- বরিশালবাসীকে বিপিএল ট্রফি এনে দিতে চান সাকিব
বরিশালবাসীকে বিপিএল ট্রফি এনে দিতে চান সাকিব

সাকিব আল হাসান
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে সাকিব আল হাসান খেলবেন ফরচুন বরিশালের হয়ে। প্রথমবারের মত বরিশালের প্রতিনিধিত্ব করতে যাওয়া এই সুপারস্টার বরিশালবাসীকে উপহার দিতে চান বিপিএলের শিরোপা।
এর আগে বিপিএলে কখনো শিরোপা জেতা হয়নি বরিশালের। সাকিবের অবশ্য দুইবার শিরোপা জয়ের নজির আছে। সাকিবের চাওয়া, বিপিএল শিরোপা জিতেই একেবারে দেখা করতে যাবেন সমর্থকদের সাথে।
সাকিব বলেন, 'আমি খুবই রোমাঞ্চিত, এবার ফরচুন বরিশালের হয়ে খেলবো। প্রথমবার বরিশালের হয়ে খেলার সুযোগ। আমাদের সবার পক্ষ থেকে চেষ্টা থাকবে যেন বরিশাল বাসিকে ট্রফিটা দিতে পারি।'
বরিশালের সমর্থকদের সাথে বরিশালে গিয়ে দেখা করার কথা ছিল সাকিবের। মহামারীর কারণে তা না পারায় দুঃখপ্রকাশ করেছেন সাকিব। তিনি বলেন, 'আন্তরিকভাবে দু:খিত। করোনা পরিস্থিতি যেভাবে বেড়ে যাচ্ছে, তাতে করে সবার জন্যই এখন ঝুঁকি হয়ে যাচ্ছে। এই পরিস্থিতি না হলেও অবশ্যই যাওয়া হতো। এবং যেতে পারলে আমারও ভালো লাগতো। আমি খুব এক্সসাইটেড ছিলাম সবার সাথে দেখা হবে। কিন্ত দূর্ভাগ্যবশত হচ্ছে না। আমি আশা করব দূর থেকে আপনারা আমাদের সাপোর্ট করবেন এবং আমরা ট্রফিটা নিয়ে আপনাদের সাথে দেখা করব।'
বরাবরের মত দলের অধিনায়কের দায়িত্ব থাকছে সাকিবের কাঁধেই। ড্রাফটের আগেই বরিশাল দলে ভিড়েছে ক্রিস গেইল, মুজিব-উর-রহমানের মত তারকারা। ড্রাফটের পর পেয়েছে ডোয়াইন ব্রাভোকে। স্থানীয় ক্রিকেটারদের মধ্যেও অভিজ্ঞতা ও তারুণ্যে বেশ ভারসাম্যপূর্ণ দল গড়েছে। সাকিব নিজেও দল নিয়ে প্রকাশ করলেন সন্তুষ্টি। তিনি বলেন, 'আমি দল নিয়ে খুব হ্যাপি। আমাদের ব্যালান্সড দল হয়েছে। প্রতিটি দলেই আসলে ভালো। আমাদের মাঠে ভালো পারফরম্যান্স করতে হবে, সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি।'
এবার বরিশালের কোচ হিসেবে থাকছেন বিসিবি পরিচালক ও জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। সহকারী কোচ দুই সাবেক ক্রিকেটার ফয়সাল হোসেন ডিকেন্স ও আশিকুর রহমান মজুমদার। ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করবেন দেশের খ্যাতিমান কোচ নাজমুল আবেদীন।
এক নজরে বরিশাল স্কোয়াড:
দেশি ক্রিকেটার:
সাকিব আল হাসান (আইকন), নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান রানা, ফজলে মাহমুদ রাব্বি, তৌহিদ হৃদয়, জিয়াউর রহমান, শফিকুল ইসলাম, সৈকত আলি, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সালমান হোসেন, ইরফান শুক্কুর ও মুনিম শাহরিয়ার।
বিদেশি ক্রিকেটার:
মুজিব উর রহমান, ক্রিস গেইল, আলজারি জোসেফ, ডোয়াইন ব্রাভো, জেইক লিন্টট।
মন্তব্য করুন