- বাংলাদেশ
- দাবি আদায়ে শাবি শিক্ষার্থীদের রাস্তা অবরোধ
দাবি আদায়ে শাবি শিক্ষার্থীদের রাস্তা অবরোধ

ছবি: সমকাল
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) বেগম সিরাজুন্নেছা চৌধুরী ছাত্রী হলের প্রভোস্ট কমিটির পদত্যাগের দাবিসহ তিন দফা দাবি আদায়ে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরের রাস্তা অবরোধ করেছেন। শনিবার বিকেল সোয়া পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে কিলো রোডের রাস্তা বন্ধ করে দেন তারা।
আন্দোলনরত শিক্ষার্থীরা সমকালকে বলেন, ‘প্রভোস্ট কমিটির পদত্যাগসহ তিন দফা দাবি রয়েছে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে আমাদের আলোচনা হয়। কিন্তু আলোচনা ফলপ্রসূ না হওয়ায় আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং গতকাল বিকেল চারটার দিকে প্রেস ব্রিফিং করে আল্টিমেটামের ঘোষণা দেই। কিন্তু, প্রশাসন আমাদের দাবি না মেনে মিডিয়ার কাছে উল্টো বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছে। সেই বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রতিবাদে আমরা আজ রাস্তা অবরোধ করেছি।’
এদিকে শনিবার বিকেলে আন্দোলনরত প্রায় দেড় শতাধিক ছাত্রীকে কিলো রোডের পাশে রাস্তা অবরোধ করে গোল হয়ে দাঁড়িয়ে স্লোগান দিতে দেখা গেছে। স্লোগানে তারা বলছেন, ‘যে প্রভোস্টের ঠেকা নাই, সেই প্রভোস্টের দরকার নাই’, ‘তিন দফা, তিন দাবি, মেনে নাও, মেনে নাও’। এ সময় কয়েকজন ছাত্রীর সঙ্গে কথা বললে তারা বলেন, ‘সন্ধ্যা সাতটা পর্যন্ত আমরা রাস্তা অবরোধ করে রাখার সিদ্ধান্ত নিয়েছে। এরপরে দাবি মেনে না নিলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
রাস্তা অবরোধের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আলমগীর কবিরের সঙ্গে যোগাযোগ করলে, শিক্ষার্থীদের এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নন বলে জানান তিনি।
এর আগে, শাবির বেগম সিরাজুন্নেছা চৌধুরী ছাত্রী হলের প্রভোস্ট কমিটির পদত্যাগসহ তিন দফা দাবিতে গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে আজ শনিবার সন্ধ্যা সাতটা পর্যন্ত ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন আন্দোলনরত ছাত্রীরা। এছাড়া গতকাল বিকেলে প্রভোস্টের রুমে তালা ঝুলিয়েছেন তারা। আজ বিকেল থেকে তারা বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে বসে অবস্থান নেন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে হলের সমস্যা নিয়ে শিক্ষার্থীরা রিডিং রুমে বসে আলোচনা করেন এবং সমস্যার কথাগুলো প্রভোস্টকে বলার জন্য হলে আসার অনুরোধ জানান। তখন প্রভোস্ট জাফরিন আহমেদ লিজা অসুস্থতার কথা জানালে ছাত্রীরা প্রভোস্ট বডির একজন সদস্যকে অল্প সময়ের জন্য হলে আসার অনুরোধ জানান এবং বিষয়টি জরুরি বলে উল্লেখ করলে প্রভোস্ট শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ করেন। এরপরে শিক্ষার্থীরা হল থেকে বের হয়ে বৃহস্পতিবার রাত দুইটা পর্যন্ত উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলন করেন।
মন্তব্য করুন