করোনায় আক্রান্ত হলেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক স্পিনার হরভজন সিং। নিজের টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন তিনি। কয়েকদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন হরভজন সিং। 

টুইটারে তিনি লিখেছেন, 'হালকা উপসর্গ নিয়ে আমি কোভিড পজিটিভ হয়েছি। বাসায় নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছি এবং সব ধরনের পূর্বসতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা আমার সংস্পর্শে এসেছিলেন, তাদের যত দ্রুত সম্ভব পরীক্ষা করাতে অনুরোধ করছি। দয়া করে নিরাপদে থাকুন এবং যত্ন নিন।'

ভারতের অন্যতম সেরা অফ স্পিনার হরভজন সিং গত মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। ৪১ বছরের হরভজন ভারতের হয়ে ১০৩টি টেস্ট, ২৩৬টি একদিনের ম্যাচ ও ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টেস্ট ক্রিকেটে ৪১৭টি উইকেট রয়েছে তার নামের পাশে। সাদা বলের ক্রিকেট উইকেট সংখ্যাটা ২৯৪। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ সালে দেশের হয়ে একদিনের ক্রিকেটে বিশ্বকাপ জেতেন তিনি। সব মিলিয়ে দেশের হয়ে, ৩৬৭টি আন্তর্জাতিক ম্যাচে উইকেট নিয়েছেন ৭১১টি। করেছেন ৩৫৬৯ রান। টেস্ট ক্রিকেটে ভারতের প্রথম হ্যাটট্রিক বোলার তিনি।