- বাংলাদেশ
- কভিড: আরও ১২ মৃত্যু, একদিনে শনাক্ত ১১৪৩৪
কভিড: আরও ১২ মৃত্যু, একদিনে শনাক্ত ১১৪৩৪

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১১ হাজার ৪৩৪ জন। শুক্রবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্ত হয়েছে ২৮. ৪৯ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সোয়া ৪০ হাজারের বেশি পরীক্ষা করে ১১ হাজার ৪৩৪ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। আর এই সময়ে মৃত্যু হয়েছে ১২ জনের।
একদিনে এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল সর্বশেষ গতবছরের ৯ অগাস্ট, সেদিন ১১ হাজার ৪৬৩ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছিল।
বৃহস্পতিবার ১০ হাজার ৮৮৮ জন নতুন রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সে হিসাবে গত একদিনে শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ৪৪৫ জন, বা ৪ দশমিক ১৮ শতাংশ।
জানুয়ারির প্রথম দিনও শনাক্ত রোগীর সংখ্যা ছিল চারশর নিচে, ৬ জানুয়ারি তা হাজার ছাড়ায়, ১৬ জানুয়ারি পেরিয়ে যায় পাঁচ হাজারের ঘর, এরপর মাত্র চারদিন পর ২০ জানুয়ারি তা দ্বিগুণ হয়।
শুক্রবার নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার আরও বেড়ে ২৮ দশমিক ৪৯ শতাংশ হয়েছে, যা গত বছরের ৪ অগাস্টের পর সর্বোচ্চ। সেদিন শানাক্ত হার ছিল ২৯ দশমিক ৪০ শতাংশ।
নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৬৪ হাজার ৭১৫ জনে। এরমধ্যে ২৮ হাজার ১৯২ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত একদিনে দেশে করোনা থেকে সেরে উঠেছেন ৭৫২ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ৫৫ হাজার ৫৯৭ জন সুস্থ হয়ে উঠলেন।
মন্তব্য করুন