কোনো নোটিশ না দিয়ে পরীক্ষা স্থগিত করার অভিযোগ এনে রাজধানীর নীলক্ষেত মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ডিগ্রি কোর্সের শিক্ষার্থীরা। 

শনিবার সকালে তারা এই কর্মসূচি শুরু করেন। পরে দুপুরে ঢাবি পরীক্ষা নিয়ন্ত্রক এবং ইডেন কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তারা তাদের কর্মসূচি স্থগিত করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, শনিবার তাদের পরীক্ষা হওয়ার কথা। কিন্তু সকাল ৯টায় পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে জানতে পারেন পরীক্ষা স্থগিত। বিনা নোটিশে পরীক্ষা স্থগিত করায় নীলক্ষেত অবরোধ করেন তারা। বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা, ইডেন কলেজ কর্তৃপক্ষ এবং পুলিশের পরামর্শে তারা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরীর সঙ্গে কথা বলেন। এ সময় তিনি ৪৮ ঘণ্টার মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দেন। এ সময় পরীক্ষা নিয়ন্ত্রক শিক্ষার্থীদের ইডেন কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে বলেন। পরে শিক্ষার্থীরা ইডেন কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা বললে তিনি দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন। এর পরিপ্রেক্ষিতে তারা কর্মসূচি স্থগিত করেন।

তারা বলেন, ২০১৮ সালে দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা ২০২২ সালে শেষ হচ্ছে। গত ২১ নভেম্বর পরীক্ষা শুরু হয়ে শনিবার শেষ হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে।

কবি নজরুল কলেজের শিক্ষার্থী আবদুস সাত্তার বলেন, আমরা সবাই ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ডিগ্রি কোর্সের শিক্ষার্থী। এখনও আমাদের দ্বিতীয় বর্ষের পরীক্ষা শেষ হয়নি। গত নভেম্বরে আমাদের পরীক্ষা শুরু হয়েছে। আজ শেষ পরীক্ষা ছিল। কিন্তু পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হলে মাইকে ঘোষণা দিয়ে বলা হয় আমাদের পরীক্ষা স্থগিত। এটি আমাদের সঙ্গে তামাশা।

সাকিব আল হাসান নামে আরেক শিক্ষার্থী বলেন, সেশনজটে পড়ে আমাদের জীবনের অনেকটা সময় নষ্ট হচ্ছে। এ কারণে আমরা নীলক্ষেত মোড়ে অবরোধ করি। দ্রুত সমাধান না পেলে আমরা আবারও কর্মসূচি ঘোষণা করব।