- বাংলাদেশ
- কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলবে সশরীরে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলবে সশরীরে

সেশনজট নিরসনে কঠোর স্বাস্থ্যবিধি মেনে ঘোষিত সূচি অনুযায়ী চলমান পরীক্ষাগুলো নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। শনিবার এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের।
এর আগে পরীক্ষা নেওয়ার দাবিতে বেলা ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন শুরু করেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের চলমান পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে মানববন্ধন তুলে নেন তারা।
অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা বিবেচনা করে চলমান পরীক্ষাগুলো নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যেসব পরীক্ষা চলমান রয়েছে এবং যেগুলোর সূচি ঘোষিত হয়েছে, সেগুলো কঠোর স্বাস্থ্যবিধি মেনে সশরীরে অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, শুক্রবার রাতে সরকারি সিদ্ধান্ত মোতাবেক ক্লাস-পরীক্ষা বন্ধ করলেও বিভিন্ন জায়গা থেকে পরীক্ষা চলমান রাখার দাবি জানানো হয়। এছাড়া শিক্ষার্থীদের দীর্ঘ সময়ের সেশনজট ছিল, এখন যদি আবার পরীক্ষা বন্ধ হয়ে যায়, তাহলে অনেক শিক্ষার্থী ঝরে পড়বে। এছাড়া অনেক বিশ্ববিদ্যালয় ক্লাস বন্ধ করলেও পরীক্ষা চলমান রেখেছে। তাই শিক্ষার্থীদের সেশনজটের কথা চিন্তা করে আমরা রুটিন পরীক্ষা চলমান রাখার সিদ্ধান্ত নিয়েছি।
গত শুক্রবার করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা মেনে ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
মন্তব্য করুন