চট্টগ্রামে করোনার উর্ধ্বমুখি সংক্রমণের কারণে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কেবল পরীক্ষা নেওয়া হবে সশরীরে। সরকারের দুই সপ্তাহের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্তের প্রেক্ষিতে জরুরি সভা করে চমেক কর্তৃপক্ষ এসব সিদ্ধান্ত গ্রহণ করেছে।

চমেক অধ্যক্ষ ডা. সাহেনা আক্তার জানান, অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এখন থেকে সকল প্রকার ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে যথাযথ স্বাস্থবিধি মেনে বিভিন্ন বিভাগের চলমান পরীক্ষা সশরীরে অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

ডা. সাহেনা আক্তার বলেন, করোনার চলমান উর্ধ্বমুখি সংক্রমণের মধ্যেও যাতে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমে ব্যাঘাত না ঘটে তার জন্য সরকারি সিদ্ধান্ত মোতাবেক সব উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, করোনার কারণে টানা কয়েকমাস শ্রেণিকক্ষ বন্ধ থাকা ক্লাস কার্যক্রম গত বছরের ১৩ সেপ্টেম্বর থেকে স্বাস্থ্য অধিদপ্তরের ঘোষণার পর চমেকেও শুরু হয়। কিন্তু করোনার চলমান ভয়াবহতার কারণে চারমাসের মাথায় আবারও শ্রেণিকক্ষে সশরীরে ক্লাস কার্যক্রম বন্ধ করতে বাধ্য হলো চমেক কর্তৃপক্ষ।