দুই বছর পর আগামীকাল রোববার শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী পুলিশ সপ্তাহ-২০২২। ভার্চুয়ালি যুক্ত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুলিশ সপ্তাহ উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। প্রতিবারই এই পুলিশ সপ্তাহের একটি আকর্ষণীয় বিষয় থাকে প্যারেড। শ্রেষ্ঠ প্যারেড ইউনিটকে পুরস্কৃত করা হয়। তবে এবার প্যারেড নতুন তিনটি বিষয় যুক্ত করা হয়েছে।

প্রথমবারের মতো প্যারেডে অংশ নেবে পুলিশের স্পেশাল উইপনস অ্যান্ড ট্যাকটিকস ফোর্স (সোয়াট)। এ ছাড়া পুলিশের ডগ স্কোয়াড ও ট্রাফিকের বহরও থাকছে। সহকারী পুলিশ কমিশনার পদ মর্যাদার একজন কর্মকর্তা প্যারেডে এসব বহরের নেতৃত্ব দেবেন। অনুষ্ঠানে অভিনবত্ব আনতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পুলিশের একাধিক উচ্চ পদস্থ কর্মকর্তা সমকালকে এ তথ্য জানান।

এবারের পুলিশ সপ্তাহের প্রতিপাধ্য হলো- ‘দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ; বঙ্গবন্ধুর বাংলাদেশ’।

প্রতি বছর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্যারেডে ১১টি ইউনিট অংশ নেয়। কিন্তু গত দু’বছর করোনার কারণে অনুষ্ঠান হয়নি।

করোনার কারণে এ বছর দু'টি ইউনিট কমানো হয়েছে। করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় ঢাকার বাইরে থেকে পুলিশের কোনো সদস্যকে ডাকা হয়নি। রেঞ্জ ডিআইজি (উপমহাপরিদর্শক), ৬৪ জেলার পুলিশ সুপার, মহানগর পুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা শুধু উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সব অতিথিদের জন্য করোনার নেগেটিভ সনদ বাধ্যতামূলক করা হয়েছে।