- বাংলাদেশ
- তিনজনকে চাপা দেওয়া সেই বাসচালকের লাইসেন্সও মেয়াদোত্তীর্ণ
তিনজনকে চাপা দেওয়া সেই বাসচালকের লাইসেন্সও মেয়াদোত্তীর্ণ

র্যাবের সঙ্গে অভিযুক্ত বাসচালক ও হেলপার
রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় চাপা দিয়ে একই পরিবারের তিনজনের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত বাসচালকের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ ছিল না। চাপা দেওয়ার সময় বাসটি চালানো হচ্ছিল বেপরোয়া গতিতে। চালক দেলোয়ার হোসেন ওরফে দিনার (৪০) ও হেলপার কুরবান আলীকে (২৫) গ্রেপ্তারের পর এসব তথ্য বেরিয়ে এসেছে।
শনিবার র্যাব-১০ এর একটি দল মানিকগঞ্জ থেকে চালককে গ্রেপ্তার করে। একই দিন রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয় হেলপারকে।
পরে সন্ধ্যায় রাজধানীর ধলপুরে র্যাব-১০ এর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ওই দুইজনকে গ্রেপ্তারের কথা জানানো হয়। সেখানে সংস্থাটির উপ অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান বলেন, মর্মান্তিক ওই দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে যায়। তবে র্যাবের গোয়েন্দারা তাদের গ্রেপ্তারে তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় পলাতক চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়। তাদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।
র্যাবের এই কর্মকর্তা বলেন, চালক দিনার ও হেলপার দুর্ঘটনায় নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
গ্রেপ্তার দুইজন জানিয়েছেন, সকালের ফাঁকা রাস্তায় বাসটি বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন তারা। অটোরিকশাটি ইউটার্ন নেওয়ার সময়ে তাতে সজোরে ধাক্কা লাগে। এতে সেটি দুমড়ে গিয়ে উল্টে যায়। এরপরও বাসটি কিছু দূর নিয়ে পরিস্থিতি বেগতিক দেখে তারা পালিয়ে যান।
র্যাব-১০ এর সহকারী পরিচালক এনায়েত কবীর সোয়েব জানান, চালক দিনারের ড্রাইভিং লাইসেন্স ছিল। তবে ২০২০ সালেই সেটির মেয়াদ শেষ হয়েছে। মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স দিয়ে তিনি গাড়িটি চালাচ্ছিলেন।
যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, শুক্রবার বাসটি তারা জব্দ করেন। চালক ও হেলপারকে থানায় হস্তান্তরের পর তাদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার আদালতে হাজির করা হবে।
মন্তব্য করুন