- বাংলাদেশ
- গ্যাটকো দুর্নীতি মামলায় আদালতে হাজির হতে হবে না খালেদা জিয়াকে
গ্যাটকো দুর্নীতি মামলায় আদালতে হাজির হতে হবে না খালেদা জিয়াকে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া - ফাইল ছবি
গ্যাটকো দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সশরীরে আদালতে হাজির হতে হবে না। আসামিপক্ষের আবেদন আমলে নিয়ে ঢাকার স্পেশাল জজ আদালত-৩ এর বিচারক মুহাম্মদ আলী হোসেন আজ রোববার এ আদেশ দেন।
আদালতে খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী জয়নাল আবেদিন মেসবাহ সশরীরে উপস্থিতি মওকুফ চেয়ে আবেদন করেছিলেন। আবেদনপত্রে উল্লেখ করা হয়, সরকারের নির্বাহী আদেশে খালেদা জিয়া বর্তমানে কারাগারের বাইরে আছেন। তিনি অসুস্থ এবং চলাফেরার করার অবস্থায় নেই।
দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মোশাররফ হোসেন কাজল আসামিপক্ষের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি নিয়ে আদালত আগামী ১৩ মার্চ মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন।
মন্তব্য করুন