- বাংলাদেশ
- ঢাবিতে প্রতীকী অনশনে বসেছেন শিক্ষকরা
শাবিতে ভিসিবিরোধী আন্দোলন
ঢাবিতে প্রতীকী অনশনে বসেছেন শিক্ষকরা

শাবির শিক্ষার্থীদের সমর্থনে ঢাবিতে শিক্ষকদের প্রতীকী অনশন। ছবি: সমকাল
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে অপসারণের দাবিতে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে সমর্থন জানিয়ে প্রতীকী অনশন করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাশে ‘বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক’ —এর ব্যানারে এ কর্মসূচি পালন করছেন তারা।
দুপুর ১২ টার দিকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে বিকেল তিনটা পর্যন্ত।
অনশনে অংশ নিয়েছেন— জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আনু মুহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. তানজিম ইদ্দিন খান, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সামিনা লুৎফা, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. কামরুল হাসান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ড. কাজলী সেহরীন ইসলাম, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রুশাদ ফরিদী, ম্যানেজমেন্ট বিভাগের তাহমিনা খানম, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক মোসাহিদা সুলতানা রিতু, ডেভেলপমেন্ট বিভাগের কাজী মারুফ, ইংরেজী বিভাগের তাসনীম সিরাজ মাহবুব, শান্তি ও সংঘর্ষ বিভাগের ফাহরিনা দূর্রাত, ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাইদ ফেরদৌস, মীর্জা তসলিমা, রেহনুমা আহমেদ প্রমুখ।
এ ছাড়া কর্মসূচিতে বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।
মন্তব্য করুন