- বাংলাদেশ
- সাউথ বাংলা ব্যাংকে দুর্নীতি: ক্যাপ্টেন (অব.) মোয়াজ্জেমকে আত্মসমর্পণের নির্দেশ
সাউথ বাংলা ব্যাংকে দুর্নীতি: ক্যাপ্টেন (অব.) মোয়াজ্জেমকে আত্মসমর্পণের নির্দেশ

সুপ্রিম কোর্টের ফাইল ছবি
অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের সাবেক পরিচালক ক্যাপ্টেন (অব.) মোয়াজ্জেম হোসেনকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত বেঞ্চ সোমবার এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ খুরশীদ আলম খান এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।
সাউথ বাংলা ব্যাংকে দুর্নীতি নিয়ে গত ১৭ জানুয়ারি দুদকের সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের জানান, এসবিএসি ব্যাংকের বিজয়নগর (তৎকালীন মতিঝিল) শাখার ব্যবস্থাপকসহ সংশ্নিষ্ট কর্মকর্তারা প্রতারণার মাধ্যমে ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ঋণ অনুমোদনের আগেই ১২ কোটি ১১ লাখ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। পরে তা বিদেশে পাচার করা হয়। এ ঘটনায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান এসএম আমজাদ হোসেন, পরিচালক এম মোয়াজ্জেম হোসেনসহ আটজনের বিরুদ্ধে একই দিন একটি মামলা দায়ের করা হয়।
সোমবার ওই মামলায় হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন মোয়াজ্জেম হোসেন।
মন্তব্য করুন