- বাংলাদেশ
- ময়মনসিংহ মেডিকেলে করোনা উপসর্গে ৫ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেলে করোনা উপসর্গে ৫ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেক) করোনা ইউনিটে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। আর নতুন শনাক্ত হয়েছেন আরও ১৯৯ জন। বুধবার সকালে করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেন।
ডা. মহিউদ্দিন খান মুন জানান, মঙ্গলবার বার সকাল ৮ টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় পাঁচ জন উপসর্গে মারা যান। তারা হলেন- টাঙ্গাইলের আরিফ (২২), মন্নাস আলী (৬০), ময়মনসিংহের তারাকান্দার জালাল উদ্দীন (৬৫), ত্রিশালের সবেদ আলী (৮০) ও কিশোরগঞ্জের শোভা (১৮)।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত নতুন শনাক্ত হয়েছেন ১৯৯ জন। করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ২১ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন। বর্তমানে করোনা ইউনিটে ৪৪ জন পজিটিভ রোগীসহ ভর্তি রয়েছেন ৭৭ জন। নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) রয়েছেন ৮ জন রোগী।
মন্তব্য করুন