- বাংলাদেশ
- রাজশাহীতে করোনা শনাক্তের হার ৫৯ শতাংশ
রাজশাহীতে করোনা শনাক্তের হার ৫৯ শতাংশ

গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে করোনার নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছিল ৫৮ দশমিক ৬০ শতাংশ। বুধবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের পাঠানো রিপোর্টে এ তথ্য জানা যায়।
হাসপাতালের ল্যাবে মঙ্গলবার রাজশাহীর ১৭৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ১১৭ জনের করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া যায়। রাজশাহী মেডিকেল কলেজের অপর ল্যাবে রাজশাহীর ৪০৮টি নমুনা পরীক্ষায় ২২৭ জনের করোনা পজেটিভ পাওয়া যায়।
গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালের করোনা ওয়ার্ডে উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে করোনা ওয়ার্ডে ভর্তি আছেন ৪৯ জন রোগী। এর মধ্যে করোনা পজেটিভ রোগীর সংখ্যা ৩৪ জন।
হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, করোনায় যারা আক্রান্ত হচ্ছেন তাদের অধিকাংশই ওমিক্রনে সংক্রমিত। সামান্য চিকিৎসায় তারা সুস্থ হয়ে উঠছেন। রোগীদের হাসপাতালে আসার সংখ্যা খুবই কম। ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্তদেরই জটিলতা হচ্ছে। তাদের হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হচ্ছে।
মন্তব্য করুন