- বাংলাদেশ
- 'শিশু বক্তা' রফিকুলের বিচার শুরু
'শিশু বক্তা' রফিকুলের বিচার শুরু

গাজীপুরের গাছা থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় 'শিশু বক্তা' হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন বুধবার আসামির অব্যাহতির আবেদন নাকচ করে তার উপস্থিতিতে এ আদেশ দেন। একই সঙ্গে আদালত ২২ ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন। এর মধ্য দিয়ে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
এদিন আদালতে শুনানিকালে রফিকুল নিজেকে নির্দোষ দাবি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
গাজীপুর মহানগরীর বোর্ডবাজার কলমেশ্বর এলাকায় একটি কারখানা চত্বরে গত বছর ১০ ফেব্রুয়ারি ওয়াজ মাহফিলে সরকারকে কটাক্ষ করে বক্তব্য দিয়েছিলেন রফিকুল ইসলাম। ওই ঘটনায় ৭ এপ্রিল গাছা থানায় র্যাব-১-এর ডিএডি আবদুল খালেক মামলা করেন। মামলায় রফিকুল ইসলামের বিরুদ্ধে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৮ ও ৩১ ধারায় অভিযোগ আনা হয়।
নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দার নিজ বাড়ি থেকে তাকে আটক করে র্যাব। এরপর গাজীপুর ও ময়মনসিংহ থানার মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।
মন্তব্য করুন