- বাংলাদেশ
- শাবিতে আলপনা আঁকার বিষয়ে সিদ্ধান্ত সন্ধ্যায়
শাবিতে আলপনা আঁকার বিষয়ে সিদ্ধান্ত সন্ধ্যায়

শাবিপ্রবির গোল চত্বর। ছবি: ইউসুফ আলী
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আলপনা এঁকে প্রতিবাদ জানাতে চায় আন্দোলনরত শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় ‘শাবিপ্রবিতে কেমন ভিসি চাই’ আলোচনা সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থী ইয়াসির সরকার।
তিনি সমকালকে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় আলোচনা সভায় আমাদের আন্দোলনের কর্মসূচিগুলো সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে। সেখানে আলপনা আঁকার বিষয়েও আলোচনা হবে।
ইয়াসির বলেন, কেমন আলপনা আঁকা হবে ও কোথায় কতটুকু আঁকা হবে সেটি নিয়ে স্বেচ্ছাসেবীরা কাজ করছেন। এ ছাড়াও সভায় বিশ্ববিদ্যালয়ের টং নিয়েও আলোচনা করা হবে।
এদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা বুধবার রাতে উপাচার্যের বাসভবনের সামনের অবরোধ এবং বিশ্ববিদ্যালয়ের গেটের অবরোধ তুলে নেন।
এর আগে বুধবার সকাল ১০টা ২০ মিনিটে অনশনরত শিক্ষার্থীরা অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল ও অধ্যাপক ড. ইয়াসমিন হকের হাতে পানি পান করে ১৬৩ ঘণ্টার অনশন ভাঙেন।
মন্তব্য করুন