- বাংলাদেশ
- জার্মানি যাচ্ছেন আইজিপি
জার্মানি যাচ্ছেন আইজিপি
-samakal-6205331ae21a9.jpg)
প্রতীকী ছবি
নয় দিনের সফরে জার্মানি যাচ্ছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদসহ সরকারের তিন কর্মকর্তা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গত সোমবার এই সফর-সম্পর্কিত আদেশ জারি করা হয়।
ওই আদেশ অনুযায়ী, আইজিপি বেনজীর আহমেদের সঙ্গে যে দুজন কর্মকর্তা জার্মানি যাচ্ছেন তারা হলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. ফিরোজ উদ্দীন খলিফা এবং পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম।
জানা গেছে, ডবল খাটের এক লাখ পিস বিছানার চাদর ও বালিশের কভারের মান যাচাই করতে তারা জার্মানি যাচ্ছেন।
মন্তব্য করুন