- বাংলাদেশ
- ভূমধ্যসাগরে মৃত সাত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে আনা হচ্ছে
ভূমধ্যসাগরে মৃত সাত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে আনা হচ্ছে

ফাইল ছবি
নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে তীব্র ঠান্ডায় জমে মারা যাওয়া সাত বাংলাদেশির মরদেহ দেশে আনা হচ্ছে।
মৃতদের একজন জয় তালুকদারের মরদেহ ইতালি থেকে ঢাকায় এসে পৌঁছাবে শনিবার ভোররাতে। কামরুল হাসান বাপ্পি নামের আরেকজনের মরদেহ পৌঁছবে তার পরদিন। খবর বিবিসির
এসব বাংলাদেশির ঠান্ডায় জমে মারা যাওয়ার খবরটি গণমাধ্যমে আসে গত ২৫ জানুয়ারি। তবে ২৮ জানুয়ারি রোমে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে মৃতদের 'কথিত বাংলাদেশি' হিসেবে বর্ণনা করা হয়। অথচ ইতালির ল্যাম্পাডুসার মেয়র সালভারোতে মারতেল্লো ঘটনার পরপরই বাংলাদেশিদের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছিলেন।
কথিত বাংলাদেশি শব্দটি তীব্র ক্ষোভের জন্ম দেয় ইতালি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। এমন ভাষা ব্যবহারের কারণে দূতাবাসের কড়া সমালোচনা করেন তারা। ঘটনার চার দিন পর গত ২৯ জানুয়ারি বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে সাত বাংলাদেশির নাম-পরিচয় নিশ্চিত করে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়।
মন্তব্য করুন