- বাংলাদেশ
- নটরডেমিয়ানদের দেওয়া বাছুর পেয়ে খুব খুশি দরিদ্র ৫ পরিবার
নটরডেমিয়ানদের দেওয়া বাছুর পেয়ে খুব খুশি দরিদ্র ৫ পরিবার

নেত্রকোনার আটপাড়া উপজেলার বাশাটী গ্রামে করোনাভাইরাস পরিস্থিতিতে জীবিকাগত ক্ষতিগ্রস্ত খেটে খাওয়া অসহায় পাঁচ দরিদ্র পরিবারকে স্বাবলম্বী হতে গরুর বাছুর দিয়েছে এক্স নটরডেমিয়ান্স ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের স্বাবলম্বী প্রকল্প।
অনুষ্ঠানে পাঁচটি পরিবারকে বকনা বাছুর দেওয়া হয়। পাশাপাশি বাশাটী মাদ্রাসার দুস্থ শিক্ষার্থীদের কল্যাণে প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী দেওয়া হয়। গরুর বাছুর পেয়ে সুফিয়া, শোভা, পশাকের মা, হেনা ও সোনিয়াদের মুখে হাসি ফুটেছে এবং বাছুরগুলো লালনপালন করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন তারা।
সূচনা বক্তব্যে এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহ সভাপতি ডা. দলিলুর রহমান বলেন, স্বাবলম্বী প্রকল্পের অধীনে সঠিক তদারকির মাধ্যমে সুবিধাভোগী পরিবারগুলো গরুর বাছুর পালনের মাধ্যমে দুই বছরের মধ্যেই স্বাবলম্বী হতে পারবে এবং এই ধরনের জনহিতকর কর্মসূচী চালিয়ে নিতে সবার সহায়তা কামনা করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি আটপাড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী নটরডেমিয়ানদের ধন্যবাদ জানিয়ে বলেন, যার যত ক্ষুদ্র সামর্থ্য থাকুক না কেন, তা নিয়ে সবাই যদি অসহায়দের মাঝে সহায়তা দেয়, তাহলে অসহায় ও গরীব মানুষের মুখে হাসি ফুটবে।
অনুষ্ঠানের সভাপতি স্থানীয় সংগঠক আবুল কালাম আজাদ ফাউন্ডেশনের সবাইকে ধন্যবাদ জানিয়ে সুবিধাভোগীদের প্রাপ্ত গরুর বাছুরগুলোকে পালন করে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান।
আরও বক্তব্য রাখেন নেত্রকোনা জেলার বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের শাহিন, ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ও স্বাবলম্বী প্রকল্পের চেয়ারম্যান আসিফুর রহমান, নটরডেমিয়ান মু. আনোয়ার সাদাত, স্থানীয় সংগঠক আবদুল কাউয়ুম রোকন প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি
মন্তব্য করুন