- বাংলাদেশ
- পরিবেশ অনুকূলে এলে ডাকসু নির্বাচন: ঢাবি উপাচার্য
পরিবেশ অনুকূলে এলে ডাকসু নির্বাচন: ঢাবি উপাচার্য

ছায়া সংসদের অতিথি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের কাছ থেকে বিজয়ী বিতার্কিকরা ট্রফি গ্রহণ করেন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য ড. মো. আখতারুজ্জামান বলেছেন, ‘ডাকসু নির্বাচনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের আন্তরিকতার ঘাটতি নেই। দেশের অন্য কোন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন না হলেও অনুকূল পরিবেশ তৈরি হলে পরবর্তী ডাকসু নির্বাচনের উদ্যোগ নেওয়া হবে।’
শুক্রবার ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এফডিসিতে ‘শিক্ষাঙ্গনে অস্থিতিশীলতা প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের ভূমিকা’ নিয়ে এক ছায়া সংসদে ঢাবি উপাচার্য এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের অনিয়ম ও দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত থাকা উচিত নয়। ক্যাম্পাসে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য ছাত্র শিক্ষক উভয়কেই শব্দ চয়নে ও প্রতিপক্ষের সমালোচনায় দায়িত্বশীল আচরণ করতে হবে। উপাচার্য কর্তৃক ছাত্রকে রাজাকারের বাচ্চা বলা অথবা ছাত্র কর্তৃক শিক্ষককে নির্লজ্জ বলার মতো আচরণ গ্রহণযোগ্য নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণায় চৌর্যবৃত্তির সঙ্গে জড়িত ব্যাক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। যেসব উপাচার্যের দুর্নীতি প্রমাণিত হয়েছে তাদেরকে আইনের আওতায় আনা উচিত।’
সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানে বড় দুই অংশীজন হচ্ছে শিক্ষক ও শিক্ষার্থী। ছাত্র-শিক্ষকের সুসম্পর্ক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সম্প্রতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের লাঠিপেটা, শটগানের গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়াকে কেন্দ্র করে যা ঘটেছে তা ছিলো অত্যন্ত বেদনার। আন্দোলনরত শিক্ষার্থীরা শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে এখনও কঠোর অবস্থানে রয়েছে। আন্দোনরত শিক্ষার্থীদের যে শর্ত দিয়ে অধ্যাপক জাফর ইকবাল শিক্ষার্থীদের আমরন অনশন ভাঙ্গিয়েছিলেন, সেই শর্তগুলো পূরণ হয়েছে কিনা সেটি জাতি জানতে চায়।’
প্রতিযোগিতায় কুমিল্লা ইউনিভার্সিটির বিতার্কিকদের পরাজিত করে চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটি বিতার্কিকরা বিজয়ী হয়। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলের মাঝে ট্রফি ও সনদপত্র বিতরণ করা হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন ড. এস এম মোর্শেদ, ড. শাহ আলম চৌধুরী, সাংবাদিক হাসনাত রাব্বি ও উন্নয়নকর্মী নিশাত সুলতানা।
মন্তব্য করুন