- বাংলাদেশ
- প্যানেলভিত্তিক শিক্ষক নিয়োগ দাবিতে মানববন্ধন
প্যানেলভিত্তিক শিক্ষক নিয়োগ দাবিতে মানববন্ধন

শুক্রবার 'প্যানেলভিত্তিক নিয়োগপ্রত্যাশী শিক্ষকদের সংগঠন'-এর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয় - ফোকাস বাংলা
প্যানেলভিত্তিক নিয়োগসহ তিন দফা দাবিতে সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিবন্ধিত সনদধারীরা। আজ শুক্রবার 'প্যানেলভিত্তিক নিয়োগপ্রত্যাশী শিক্ষকদের সংগঠন'-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। দাবি আদায় না হলে আমরণ অনশন কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটি।
সংগঠনের সভাপতি আমির হোসেন বলেন, শিক্ষক নিবন্ধন সনদ চাকরির সনদ। এটা একাডেমিক সনদ নয়। শিক্ষকতা ছাড়া এ সনদ কোনো কাজে আসবে না। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে অর্জিত শিক্ষক হওয়ার যোগ্যতা সনদ এটি। তাই সনদ যার, চাকরি তার।
তিনি আরও বলেন, নিবন্ধন পরীক্ষায় আমরা যারা পাস করে সনদ পেয়েছি, তারা সবাই চাকরি পাওয়ার যোগ্য। কিন্তু দুঃখের বিষয়, ১৬টি নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ সনদধারীদের জন্য মাত্র তিনটি গণবিজ্ঞপ্তি দিতে পেরেছে এনটিআরসিএ। কিন্তু সেখানেও রয়েছে বিভিন্ন অনিয়ম ও অস্বচ্ছতা।
প্যানেলভিত্তিক নিয়োগ ছাড়া তাদের বাকি দুটি দাবি হলো- সনদধারী চাকরিপ্রত্যাশীদের নিয়োগ না দেওয়া পর্যন্ত নিবন্ধন পরীক্ষা নেওয়া যাবে না এবং এক আবেদনে প্যানেলভিত্তিক নিয়োগ দেওয়ার পাশাপাশি ইনডেক্সধারীদের কোনো সুযোগ দেওয়া যাবে না।
রাজশাহী, মেহেরপুর, গাইবান্ধা, নড়াইল. পটুয়াখালীসহ দেশের বিভিন্ন স্থান একই ধরনের কর্মসূচি পালন করা হয় বলে জানিয়েছেন সমকালের প্রতিনিধিরা।
মন্তব্য করুন