- বাংলাদেশ
- চাকরি রাজস্বকরণের দাবিতে অনশন, অসুস্থ হয়ে হাসপাতালে ৫ শিক্ষক
চাকরি রাজস্বকরণের দাবিতে অনশন, অসুস্থ হয়ে হাসপাতালে ৫ শিক্ষক

অসুস্থ দুই শিক্ষককে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হচ্ছে
কারিগরি শিক্ষা অধিদপ্তরের ‘স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (স্টেপ)’ শীর্ষক সমাপ্ত প্রকল্প থেকে রাজস্বখাতে প্রক্রিয়াধীন বীর বিক্রম খেতাবপ্রাপ্ত ও অন্যান্য মুক্তিযোদ্ধার সন্তানসহ ৭৭৭ জন কর্মরত শিক্ষকের চাকরি রাজস্বখাতে স্থানান্তর দ্রুত সম্পন্ন করা ও ১৯ মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে গত ৮ ফেব্রুয়ারি থেকে আমরণ অনশনের চতুর্থ দিনে শুক্রবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রকল্পের আওতাধীন কর্মরত আরও তিন শিক্ষক। এ নিয়ে গত চারদিনে মোট পাঁচজন শিক্ষক গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন।
চতুর্থদিনে হাসপাতালে ভর্তি হওয়া শিক্ষকরা হলেন, মেহেদি হাসান দানিয়াল, মো. ইমারুল ইসলাম এবং মরিয়ম খাতুন। তাদের রাজধানীর মিডফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত ১ ফেব্রুয়ারি থেকে শহীদ মিনারে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান, কারিগরি শাখা’র ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। দাবি আদায়ে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গত মঙ্গলবার সকাল ১০টা থেকে তারা সেখানে আমরণ অনশনে বসেন।
দেশের সরকারি ৪৯টি পলিটেকনিক ইনস্টিটিউটের মানোন্নয়ন ও শিক্ষক স্বল্পতা দূরীকরণের লক্ষ্যে ২০১০ সালের জুলাই মাসে ‘স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (স্টেপ)’ শীর্ষক প্রকল্পটি গ্রহণ করা হয়। প্রকল্পটি ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হয়। প্রকল্পের আওতায় ২০১২ ও ২০১৪ সালে মোট ১০১৫ জন (বর্তমানে কর্মরত ৭৭৭ জন) শিক্ষককে নিয়োগ দেওয়া হয়। ২০১৯ সালের জুনে প্রকল্প মেয়াদ শেষ হওয়ার আগে এসব শিক্ষককে প্রয়োজনীয়তা বিবেচনায় তাদের চাকরি রাজস্বখাতে স্থানান্তরে শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো প্রস্তাবে সম্মতি দেন প্রধানমন্ত্রী। এজন্য প্রকল্পের শিক্ষকদের পাঠদান অব্যাহত রাখতে শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়। এরপর প্রকল্প শেষে এক বছর তাদের বেতনও পরিশোধ করা হয়। কিন্তু ২০২০ সালের জুলাই থেকে বেতন বন্ধ রয়েছে।
মন্তব্য করুন