প্রখ্যাত গীতিকার ও জ্যোতিষী কাওসার আহমেদ চৌধুরীর শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন। তাকে ধানমন্ডির একটি হাসপাতালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) রাখা হয়েছে।

তার ছেলে আহমেদ শাফি চৌধুরী (প্রতিক) সমকালকে বলেন, বাবার মাল্টিপল অর্গান ফেইলিওর, জানি না ঠিক কী হবে!

শাফি চৌধুরী আরও বলেন, বাবার রক্তের প্রয়োজন ছিল। সেটা যোগাড় হয়েছে, প্রসেসও হয়েছে। এখন রক্ত দেওয়া শুরু হবে। এই মুহূর্তে বাবার জন্য দোয়া করা ছাড়া আমাদের আর করার কিছু নেই।