
ফাইল ছবি
কাল মঙ্গলবার থেকে দুয়ার খুলছে বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলার। দুই সপ্তাহ দেরিতে শুরু হলেও এ মেলাকে ঘিরে বইপ্রেমীদের উৎসাহের কমতি নেই। যদিও উৎসাহের পাশাপাশি রয়েছে নানা শঙ্কাও। এই শঙ্কা যেমন বইমেলার সময়সীমাকে নিয়ে, তেমনি বইয়ের মূল্য নিয়েও। কারণ নিত্যপ্রয়োজনীয় সব জিনিসের পাশাপাশি বই ছাপানোর নানা উপকরণের মূল্য বাড়তে থাকায় এবার বইয়ের দামও বাড়ছে।
প্রকাশকরা জানিয়েছেন, মেলা শুরুর মাস দুয়েক আগে হঠাৎ করেই কাগজের মূল্য ৫০ শতাংশের মতো বেড়েছে। সঙ্গে বাইন্ডিং, শ্রমিক, পরিবহন এবং অন্যান্য খরচও বেড়েছে। বইয়ের দাম সংগত কারণেই বাড়ছে। তবে তারা সচেষ্ট রয়েছেন বইয়ের মান বৃদ্ধি করতে।
বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সহসভাপতি ও পুস্তক প্রকাশক ও বিক্রয় সমিতির অতিরিক্ত সাধারণ সম্পাদক শিহাবউদ্দিন ভূঁইয়া সমকালকে বলেন, প্রতি বছর বইমেলার আগে একটা সিন্ডিকেট অতিরিক্ত মুনাফার লোভে হঠাৎ করে কাগজের দাম বাড়ায়। এ ছাড়া বইয়ের সঙ্গে জড়িত বাইন্ডিং, প্রিন্টিং, শ্রমিক ইত্যাদি বাবদ খরচও বেড়েছে। তাই নতুন বই বা নতুন সংস্করণে দাম বাড়ছে।
মেলার আগে ১০০ গ্রাম ওজনের কাগজের মূল্য প্রতি রিম ২২০০ থেকে ২৫০০, ৮০ গ্রাম ওজনের কাগজের মূল্য প্রতি রিম ১৮০০ থেকে ২০০০, ২৫০ গ্রাম ওজনের কাগজের মূল্য প্রতি রিম ২৫০০ থেকে ২৮০০, আর্টকার্ড ১৬০০ থেকে ২১০০, আর্ট পেপার ২৮০০ থেকে ৪০০০ টাকা পর্যন্ত বেড়েছে। বাইন্ডিং খরচও বেড়েছে। এতে করে বই প্রিন্টিংয়ে খরচ ফর্মা প্রতি ২৫ টাকা থেকে বেড়ে ৩০-৩৫ টাকা হয়েছে।
বাংলাবাজারের প্রকাশনীগুলো ঘুরে দেখা যায়, গত বছর অনিন্দ্য প্রকাশনীতে হুমায়ূন আহমেদের 'লীলাবতি' ও 'মাতাল হাওয়া'র দাম ছিল ৪৫০ টাকা করে; 'কে কথা কয়' বইয়ের ছিল ৪০০ টাকা। এ বছর এগুলোর দাম হয়েছে ৫০০ টাকা। অঙ্কুর প্রকাশনী থেকে প্রকাশিত কামাল হোসেনের লেখা 'তাজউদ্দীন আহমদ :বাংলাদেশের অভ্যুদয় এবং তারপর' বইয়ের দাম ৮০০ টাকা থেকে হয়েছে ৯০০ টাকা; 'ডিসকভার অব ইন্ডিয়া' বইয়ের দাম ৭৫০ টাকা থেকে হয়েছে ৮৫০ টাকা। হাওলাদার প্রকাশনীর শরীফ আবছারের 'উপন্যাস সমগ্র' এবং 'স্বৈরশাসক আইয়ুব খানের শাসন ও উন্নয়ন' বই দুটির দাম বাড়ানো হয়েছে ৫০ টাকা করে। তাম্রলিপি প্রকাশনীর মেডিকেল থ্রিলার 'অ্যাকিলিসের টেন্ডন'-এর দাম ৩৬০ টাকা থেকে ৪০০ এবং 'দুর্নীতির বিরুদ্ধে বঙ্গবন্ধুর ভাষণ ও বিবৃতি'র দাম ৩২০ টাকা থেকে ৩৮০ টাকা করা হয়েছে। বিদ্যাপ্রকাশ প্রকাশনীর মুহম্মদ জাফর ইকবালের 'বৈজ্ঞানিক কল্পকাহিনী' ও 'মহব্বত আলির একদিন' বই দুটির দাম ১০০ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা এবং 'এখনও স্বপ্ন দেখায়' বইয়ের দাম ১৫০ থেকে বাড়িয়ে ২০০ টাকা করা হয়েছে। ৫০ টাকা দাম বেড়েছে শওকত আলীর 'দক্ষিণায়ণের দিন'-এর।
অনন্যা প্রকাশনীর প্রকাশক এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশনীর সদ্য সাবেক সাধারণ সম্পাদক মো. মনিরুল হক বলেন, কাগজসহ বই প্রকাশের সঙ্গে সংশ্নিষ্ট সব কিছুর দাম বেড়েছে। ফলে বইয়ের দাম কাগজভেদে ৫ থেকে ১০ শতাংশ বাড়ানো হয়েছে। তবে বইয়ের মানের উন্নয়নও ঘটেছে। বিদ্যাপ্রকাশ প্রকাশনীর ম্যানেজার মো. শাহজাহানও জানান একই কথা।
নিরাপত্তা ঝুঁকি নেই, তা বলা যাচ্ছে না :অমর একুশে বইমেলায় একেবারে যে নিরাপত্তা ঝুঁকি নেই, তা বলা যাচ্ছে না। কারণ, অভিজিৎ রায় হত্যাকাণ্ডের মূলহোতা মেজর (চাকরিচ্যুত) জিয়া এখনও ধরাছোঁয়ার বাইরে। সবকিছু বিবেচনায় নিয়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। গতকাল রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা স্থানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম এসব কথা বলেন।
মন্তব্য করুন