বাংলাদেশ সফরে এসেছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের ডেপুটি হাইকমিশনার কেলি টি ক্লেমেন্টস। গতকাল রোববার ঢাকাস্থ ইউএনএইচসিআরের দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেপুটি হাইকমিশনার কেলি টি ক্লেমেন্টস এই সফরে বাংলাদেশ সরকারের সংশ্নিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কক্সবাজার ও ভাসানচরের রোহিঙ্গা শরণার্থীদের জন্য চলমান কার্যক্রম ও সহায়তা বিষয়ে আলোচনা করবেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রোহিঙ্গা শরণার্থীদের বর্তমান চাহিদা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যতের আশা সম্পর্কে সরাসরি ও গভীরভাবে বোঝার জন্য বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের সঙ্গে দেখা করবেন কেলি টি ক্লেমেন্টস। সফরে তার সঙ্গে থাকবেন সংস্থার ব্যাংককে নিযুক্ত ব্যুরো পরিচালক ইন্দ্রিকা রাতওয়াতে।