- বাংলাদেশ
- ৮ জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গে সার্চ কমিটির বৈঠক মঙ্গলবার
৮ জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গে সার্চ কমিটির বৈঠক মঙ্গলবার

দ্বিতীয় দফা বৈঠক শেষে সার্চ কমিটি, ছবি: সংগৃহীত
আট জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গে সার্চ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে মঙ্গলবার। পূর্বনির্ধারিত বৈঠকে অংশ নিতে না পারায় তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ফের বৈঠকে বসছে সার্চ কমিটি।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে উপস্থিত থাকবেন নিউ এইজ সম্পাদক নুরুল কবীর, মাছরাঙ্গা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক ইনাম আহমেদ, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান, চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ, সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল ও শওকত মাহমুদ।
মন্তব্য করুন