নাশকতাসহ বিস্ম্ফোরক দ্রব্য আইনে রাজধানীর পল্টন থানায় করা মামলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে তিনদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

এক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নুর সোমবার শুনানি শেষে এ আদেশ দেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন বিশেষ পিপি আজাদ রহমান। আসামি পক্ষে আইনজীবী ছিলেন এসএম কামাল উদ্দিন।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে জাতীয় প্যারেড গ্রাউন্ডে দেশি-বিদেশি সরকার ও রাষ্ট্রপ্রধানদের অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মসূচি বানচাল করা ও ঢাকাসহ সারাদেশে ব্যাপক তাণ্ডব চালিয়ে নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনা ও ষড়যন্ত্র করেন আসামিরা। সে অনুযায়ী, দেশব্যাপী গুজব সৃষ্টির মাধ্যমে সরকার পতনের লক্ষ্যে হামলার পরিকল্পনা করেন তারা। এরই ধারাবাহিকতায় গত বছরের ২৬ মার্চ জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় অস্ত্র নিয়ে মুসল্লিদের ওপর হামলাসহ নাশকতার অভিযোগে পল্টন থানার পুলিশ কর্মকর্তা খন্দকার আরিফ-উজ-জামান মামলাটি দায়ের করেন।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, সর্বোচ্চ আদালত থেকে জামিনের পর পুনরায় দুটি নতুন মামলায় তাকে জেলগেট থেকে আটক করে রিমান্ডে পাঠানো হয়েছে।