- বাংলাদেশ
- কোস্টগার্ড প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান মঙ্গলবার
কোস্টগার্ড প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান মঙ্গলবার

উপকূলীয় ও সমুদ্র নিরাপত্তা বাহিনী কোস্টগার্ডের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান মঙ্গলবার। এ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বাহিনীর সদর দপ্তরে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। তিনি রাষ্ট্রীয় সালাম গ্রহণ করবেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধানমন্ত্রীর পক্ষে পদকপ্রাপ্ত কোস্টগার্ড সদস্যদের পদক পরিয়ে দেবেন। বাহিনীর বিভিন্ন কর্মকাণ্ডে বীরত্বপূর্ণ, সাহসিকতাপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ এবার ৪০ জন সামরিক ও অসামরিক পদক পাচ্ছেন।
মন্তব্য করুন