আগামী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাত সফর করতে পারেন। প্রধানমন্ত্রীর সফরে বিনিয়োগের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। এর আগে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তিগুলোর বাস্তবায়ন নিয়েও সে সময় আলোচনা হতে পারে। 

এ বিষয়ে দুবাইয়ে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর সমকালকে জানান, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা করা হয়। এদিকে, ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজে বলা হয়েছে, বৈঠকে মার্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য আমিরাত সফরের বিষয়েও আলোচনা হয়।

আমিরাতে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী মোমেন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের কিছু গুরুত্বপূর্ণ কাজ এগিয়ে নিতে তার এই সফর। এর আগে প্রধানমন্ত্রীর আমিরাত সফরকালে দুই দেশের মধ্যে অনেক চুক্তি স্বাক্ষর হয়েছিল। সেসব চুক্তির কিছু কিছু বাস্তবায়ন হয়নি। ওই চুক্তিগুলো বাস্তবায়নের জন্য মন্ত্রী বেশকিছু বৈঠকে অংশ নিয়েছেন।