- বাংলাদেশ
- বিকেলে ৮ জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গে বসছে সার্চ কমিটি
বিকেলে ৮ জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গে বসছে সার্চ কমিটি

দ্বিতীয় দফা বৈঠক শেষে সার্চ কমিটি, ছবি: সংগৃহীত
আট জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গে বৈঠকে বসছে সার্চ কমিটি। মঙ্গলবার বিকেলে ৪ টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
পূর্বনির্ধারিত বৈঠকে অংশ নিতে না পারায় তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ফের বৈঠকে বসছে সার্চ কমিটি। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়।
বৈঠকে উপস্থিত থাকবেন নিউ এইজ সম্পাদক নুরুল কবীর, মাছরাঙ্গা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক ইনাম আহমেদ, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান, চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ, সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল ও শওকত মাহমুদ।
প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে সার্চ কমিটির কাছে বিভিন্ন রাজনৈতিক দল, বিশিষ্ট ব্যক্তি, পেশাজীবী সংগঠন থেকে যাদের নাম প্রস্তাব করা হয়েছে, সেই তালিকা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
৩২২ জনের এই তালিকায় সাবেক সরকারি কর্মকর্তা, অবসরপ্রাপ্ত বিচারপতি, শিক্ষক, সাহিত্যিক, সাংবাদিক ও সাবেক সেনা কর্মকর্তার নাম রয়েছে।
এর আগে শনিবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, নির্বাচন কমিশন (ইসি) গঠনে ৩২৯ জনের নামের প্রস্তাব পেয়েছে অনুসন্ধান কমিটি।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ১৩৬ জন, ই-মেইলে ৯৯ জন, পেশাজীবীদের কাছ থেকে ৪০ জন ও ব্যক্তিগতভাবে ৩৪ জনের নাম প্রস্তাব করা হয়েছে।
মন্তব্য করুন