- বাংলাদেশ
- ‘ভ্রমণ’ ম্যাগাজিনের তুরস্ক সংস্করণের মোড়ক উন্মোচন
‘ভ্রমণ’ ম্যাগাজিনের তুরস্ক সংস্করণের মোড়ক উন্মোচন

ভ্রমণ ম্যাগাজিনের বিশেষ তুর্কি সংস্করণ প্রকাশ উপলক্ষ্যে ঢাকা-আঙ্কারার মধ্যকার পর্যটন সম্পর্ক সম্প্রসারণের লক্ষ্যে টার্কিশ গার্ডেনে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকাস্থ তুরস্ক দূতাবাস।
উভয় দেশের মানুষের মধ্যে পর্যটন সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার লক্ষ্যে নানা উদ্যোগের কথা জানান ঢাকায় নিয়োজিত দেশটির রাষ্ট্রদূত মুস্তফা উসমান তুরান।
তুরান বলেন, ভ্রমণ ম্যাগাজিনের বিশেষ তুরস্ক সংস্করণ প্রকাশ করে বাংলাভাষী মানুষের কাছে তুরস্কের দর্শণীয় স্থান, হেলথ ট্যুরিজম, স্পিরিচুয়াল ট্যুরিজমসহ দেশটির ইতিহাস ঐতিহ্যকে খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে, যা দুইদেশের পর্যটন সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে।
ম্যাগাজিনের সম্পাদককে ধন্যবাদ জানিয়ে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পর্যটনের আরও ব্যাপক বিস্তার ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে ভ্রমণ ম্যাগাজিনের বিশেষ সংস্করণের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, ইউএনডব্লিউটিও এর পর্যটন এথিকস কমিটির বিকল্প সদস্য শাহিদ হামিদ এবং ভ্রমণ ম্যাগাজিন সম্পাদক আবু সুফিয়ান।
মন্তব্য করুন