- বাংলাদেশ
- ‘আমরা ভারতীয় হতে পারি, কিন্তু বঙ্গবন্ধুর নামটা মনে গেঁথে আছে’
‘আমরা ভারতীয় হতে পারি, কিন্তু বঙ্গবন্ধুর নামটা মনে গেঁথে আছে’

আসামের পরিবেশ, বন ও মৎস্য বিষয়ক মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য
ভারতীয় নাগরিক হলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মনে গেঁথে আছে বলে জানিয়েছেন আসামের পরিবেশ, বন ও মৎস্য বিষয়ক মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য।
বৃহস্পতিবার আসামের গুয়াহাটিতে হোটেল ভিভান্ত মিলনায়তনে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী স্মরণে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’-এ অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
এর আগে সপ্তাহব্যাপী এ চলচ্চিত্র উৎসব উদ্বোধনে করেন ভারতের ত্রিপুরা
ও আসাম সফররত তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তথ্য ও সম্প্রচার
মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশের সহকারী হাইকমিশনের ব্যবস্থাপনায় চলমান এ উৎসবে
যোগ দিয়ে পরিমল শুক্লবৈদ্য বলেন, ‘পৃথিবীর মধ্যে
একটি বিখ্যাত নাম শেখ মুজিবুর রহমান যার নেতৃত্বে বাংলাদেশ নামের রাষ্ট্র
স্বাধীনতা পেয়েছে।’
তিনি আরও বলেন,
‘আমি ভারতের
নাগরিক হলেও বাংলাদেশের সঙ্গে আমার ঠাকুরমার সম্পর্ক। আমার পূর্ব পুরুষরা একজন
বিশ্ব নন্দিত সংগ্রামী নেতা পেয়েছিলেন, যার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা
ভারতীয় নাগরিক হতে পারি, কিন্তু বঙ্গবন্ধুর নামটা আমাদের মনের মধ্যে
গেঁথে আছে।’
অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আসামের মুখ্যমন্ত্রীর সহধর্মিণী রিংকি শর্মা ভুঁইয়া। তিনি তার বক্তব্যে বলেন, ‘গুয়াহাটিতে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব আয়োজন খুবই তাৎপর্যপূর্ণ যেহেতু প্রতিবেশী বাংলাদেশ এবার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করছে।’
এছাড়াও বাংলাদেশের সংসদ সদস্য মমতাজ বেগম ও সাইমুম সারওয়ার কমল, তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন, দিল্লিতে নিযুক্ত প্রেস মিনিস্টার শাবান মাহমুদ এবং গুয়াহাটিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনার ড. শাহ মোহাম্মদ তানভীর মনসুর এ অনুষ্ঠানে বক্তব্য দেন। এদিকে তথ্যমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়িকা অপু বিশ্বাস ও সংগীতশিল্পী ফকির শাহাবুদ্দিন এসময় উপস্থিত ছিলেন।
আগরতলা ও গুয়াহাটিতে চলমান বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে হাসিনা: আ ডটারস টেল, দেবী, পুত্র, সত্তা, গেরিলা, আগুনের পরশমণি, পোস্টমাস্টার, ৭১, রাতজাগা ফুল'সহ ৩৬টি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে।
মন্তব্য করুন