দেশে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় প্রায় ১৪ হাজার নমুনা পরীক্ষা করে ২৫৭ জনের শরীরে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। এই সময়ে মৃত্যু হয়েছে পাঁচ জনের।

আগের দিন বৃহস্পতিবার ৩২৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল। মৃত্যুর খবর এসেছিল তিনজনের। সেই হিসেবে শনাক্ত রোগী আর মৃত্যুর সংখ্যা, দুটোই কমেছে গত একদিনে।

শুধু তা-ই নয়, করোনাভাইরাসের সংক্রমণ কমার ধারায় দেশে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা আড়াই মাস পর ৩০০ এর নিচে নেমে এসেছে।

এর আগে এর চেয়ে কম রোগী শনাক্ত হয়েছিল গত ১৯ ডিসেম্বর। সেদিন ২১১ জনের মধ্যে করোনা সংক্রমণ ধরা পড়েছিল।

শুক্রবার বিকেলে নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়, স্বাস্থ্য অধিদপ্তর।

দেশে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিস্তার শুরু হলে ২৭ ডিসেম্বর শনাক্ত রোগীর সংখ্যা তিনশ পেরিয়ে যায়। এরপর জানুয়ারির শেষ ভাগে তা ১৬ হাজারও ছাড়িয়ে যায়।

সংক্রমণের সেই ধাক্কা সামলে ফেব্রুয়ারি থেকে শনাক্ত রোগীর সংখ্যা কমতে শুরু করে, ২৬ ফেব্রুয়ারি তা হাজারের নিচে নেমে আসে।

সংক্রমণ বাড়তে বাড়তে দৈনিক পরীক্ষার বিপরীতে শনাক্ত রোগীর হার গত ২৮ জানুয়ারি পৌঁছেছিল ৩৩ শতাংশের রেকর্ড উচ্চতায়। তা কমতে কমতে গত বুধবার দুই শতাংশের নিচে নেমে আসে। শুক্রবার এই হার হয়েছে এক দশমিক ৮৬ শতাংশ।

নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৪৯ হাজার ৫৫ জন। তাদের মধ্যে ২৯ হাজার ১০৫ জনের মৃত্যু হয়েছে এ ভাইরাসে।

সরকারি হিসাবে এই সময়ে সেরে উঠেছেন দুই হাজার ৩৯৯ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৮ লাখ ৫৭ হাজার ৬৪৮ জন সুস্থ হয়ে উঠলেন।