- বাংলাদেশ
- হুজিবির সাজাপ্রাপ্ত সংগঠক গ্রেপ্তার
হুজিবির সাজাপ্রাপ্ত সংগঠক গ্রেপ্তার

প্রতীকী ছবি
বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় দণ্ডিত হরকাতুল জিহাদ বাংলাদেশের (হুজিবি) এক সংগঠককে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তার নাম শরিফুজ্জামান ওরফে মিন্টু ওরফে ওবায়দুল্লাহ ওরফে মাহি ওরফে শরিফ। শুক্রবার সকালে রাজধানীর উত্তরা এলাকায় এ অভিযান চালানো হয়।
এটিইউর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান জানান, ২০১৩ সালের ৭ অক্টোবর আশুলিয়ার বাইপাইল সড়ক থেকে হুজিবির চার জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। তারা হলো খলিলুর রহমান শাহরিয়ার, আবদুল কাদের মুয়াক্ষের, শরিফুজ্জামান ও মাকছুদুর রহমান। তাদের কাছ থেকে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করা হয়। তাদের মধ্যে শরিফুজ্জামান পরে হুজিবির অর্থ সম্পাদক হিসেবে কাজ করত। সে জামিনে বের হয়ে দীর্ঘদিন পলাতক ছিল। এরমধ্যে বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় তার ১০ বছর ৬ মাস কারাদণ্ড দেন আদালত।
শরিফুজ্জামান একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ পাস করে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেন। স্ত্রী ও দুই সন্তান নিয়ে উত্তরা পশ্চিম থানা এলাকায় থাকতেন তিনি।
মন্তব্য করুন