- বাংলাদেশ
- ইসলামভীতির বিরুদ্ধে লড়াই দিবস ১৫ মার্চ
জাতিসংঘে প্রস্তাব পাস
ইসলামভীতির বিরুদ্ধে লড়াই দিবস ১৫ মার্চ

ইসলামোফোবিয়ার (ইসলামভীতি) বিরুদ্ধে লড়াইয়ে ১৫ মার্চকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করেছে জাতিসংঘ। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে এ-সংক্রান্ত একটি প্রস্তাব ঐকমত্যের ভিত্তিতে গৃহীত হয়। ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পক্ষ থেকে প্রস্তাবটি উত্থাপন করে পাকিস্তান। ওআইসির ৫৭টি সদস্য দেশ, চীন, রাশিয়াসহ অন্য সাতটি দেশ প্রস্তাবে সমর্থন দেয়। খবর দ্য ডনের।
জাতিসংঘের বেশিরভাগ সদস্য প্রস্তাবটিকে স্বাগত জানালেও ভারত, ফ্রান্স এবং ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিরা আপত্তি জানিয়েছেন। তারা বলেছেন, সারাবিশ্বে ধর্মীয় অসহিষুষ্ণতা বিরাজ করছে। আর এই প্রস্তাবে অন্য ধর্ম বাদ দিয়ে শুধু ইসলামকে আনা হয়েছে। জাতিসংঘের ভারতীয় রাষ্ট্রদূত টিএস ত্রিমূর্তি বলেন, এই প্রস্তাবে অন্য ধর্মের সঙ্গে হিন্দুফোবিয়ার বিষয়টি আসেনি।
জাতিসংঘসহ আন্তর্জাতিক অঙ্গনে ইসলামভীতির বিরুদ্ধে কথা বলে আসছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এ ছাড়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও বলেছেন, ইসলাম বিদ্বেষ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তার দেশ মুসলিমদের জন্য নিরাপদ থাকবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। রুশ প্রেসিডেন্ট ভদ্মাদিমির পুতিন বলেছিলেন, ইসলামের নবীকে অপমান করা কোনোভাবেই মতপ্রকাশের স্বাধীনতা হতে পারে না।
মন্তব্য করুন