জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসনে স্বাক্ষরিত আন্তর্জাতিক চুক্তি জিসিএমের অধিকতর বাস্তবায়ন জরুরি।

জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের চলমান ৪৯তম অধিবেশনে এক যৌথ বিবৃতিতে তিনি এ কথা বলেন। 

জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশন থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশের উদ্যোগে গৃহীত যৌথ বিবৃতিটি ৭৭টি দেশ সমর্থন করে।

রাষ্ট্রদূত বলেন, অভিবাসী কর্মীরা তাদের স্বদেশ ও স্বাগতিক দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে। 

তিনি আরও বলেন, কোভিড-১৯ অতিমারির সময়েও অভিবাসী কর্মীরা বিভিন্ন অতিপ্রয়োজনীয় খাতে অসামান্য অবদান রেখেছেন। তথাপিও কোভিড টিকাসহ স্বাস্থ্যসেবার ক্ষেত্রে তারা বৈষম্যের শিকার হয়েছেন। এ ছাড়া অনেক অভিবাসী কর্মী এসময় চাকরিচ্যুত হয়েছেন। 

এ সময় রাষ্ট্রদূত অভিবাসী কর্মীদের কর্মের অধিকারসহ সব অধিকার সংরক্ষণে সব দেশ ও বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানান।