- বাংলাদেশ
- বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সুপ্রীম কোর্ট প্রাঙ্গণে বৃক্ষরোপণ
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সুপ্রীম কোর্ট প্রাঙ্গণে বৃক্ষরোপণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন ও জাতীয় শিশু দিবস ২০২২ উপলক্ষে বাংলাদেশ সুপ্রীম কোর্ট প্রাঙ্গণের সম্মুখভাগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশের প্রধান বিচারপতি, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় প্রধান বিচারপতি পরিবেশের ভারসাম্য রক্ষায় ১৮ কোটি মানুষকে একটি করে গাছ লাগানোর অনুরোধ জানান।
বৃক্ষরোপণ কর্মসূচিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা অংশগ্রহণ নেন এবং প্রত্যেকেই একটি করে বৃক্ষরোপন করেন। বৃক্ষরোপণ কর্মসূচিতে শতাধিক ফলজ গাছ রোপণ করা হয়।
মন্তব্য করুন