- বাংলাদেশ
- ৩ দিন ‘নিখোঁজ’ থাকার পর ফিরলেন বুয়েট শিক্ষার্থী
৩ দিন ‘নিখোঁজ’ থাকার পর ফিরলেন বুয়েট শিক্ষার্থী

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষার্থীকে তিন দিন ধরে খোঁজে পাওয়া যাচ্ছিল না। এতে উদ্বিগ্ন হয়ে পড়েন স্বজনরা। তার ফোন নম্বরটিও বন্ধ ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় জানা গেল, তিনি তাবলিগ জামাতে গিয়েছিলেন।
তার নাম তারেক ইফতেখার। তিনি বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ১৭ ব্যাচের শিক্ষার্থী। তাকে না পাওয়ায় গত বুধবার রাজধানীর চকবাজার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
পুলিশ জানায়, বুয়েটের সিনিয়র সিকিউরিটি অফিসার আবুল কালাম আজাদ বাদী হয়ে শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় জিডি করেন।
জিডিতে বলা হয়েছে, বাড্ডায় মেজো ভাইয়ের বাসায় যাওয়ার উদ্দেশে গত সোমবার বিকেলে বুয়েটের ড. এমএ রশীদ হল থেকে বের হন ইফতেখার। কিন্তু ভাইয়ের বাসায় যাননি। বুধবার তার মেজো ভাই মুহাম্মদ ইরফান বুয়েট কর্তৃপক্ষকে জানান, তার ভাইয়ের ফোন বন্ধ। কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ুম জানান, জিডির পরই তদন্ত শুরু হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতেখারকে পাওয়া যায়। তিনি ফোন বন্ধ করে তাবলিগ জামাতে গিয়েছিলেন।
মন্তব্য করুন