- বাংলাদেশ
- বঙ্গবন্ধুর জন্মদিনে নানা আয়োজন
বঙ্গবন্ধুর জন্মদিনে নানা আয়োজন

যেখানেই শুয়ে আছেন জাতির পিতা, সেখানেই ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সমাধিসৌধে গতকাল বৃহস্পতিবার দিনভর ছিল নানা আয়োজন।
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে গতকাল ভোর ৬টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন দিনব্যাপী কর্মসূচির সূচনা করে। কর্মসূচির মধ্যে ছিল জাতির পিতার সমাধি ও প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, মিলাদ মাহফিল, মোনাজাত, প্রার্থনা, আলোচনা সভা, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে চিকিৎসা, পুরস্কার বিতরণ, প্রামাণ্যচিত্র প্রদর্শন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দুস্থদের মাঝে খাবার বিতরণ ইত্যাদি।
সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধার নিদর্শন হিসেবে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়। সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল এ উপলক্ষে গার্ড অব অনার প্রদান করে।
এরপর জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় দলের কেন্দ্রীয় নেতা বেগম মতিয়া চৌধুরী, শাজাহান খান, মাহবুবউল-আলম হানিফ, ড. হাছান মাহমুদ, আহমদ হোসেন, মৃণাল কান্তি দাস, ড. আবদুস সোবহান গোলাপ, হাবিবুর রহমান সিরাজ, দেলোয়ার হোসেন, বিপ্লব বড়ূয়া, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এরপর ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ, আওয়ামী যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, বাংলাদেশ কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগ, মৎস্যজীবী লীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বঙ্গবন্ধু পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।
আজ ছিল সরকারি ছুটি। দিবসের তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ টেলিভিশন, বেতারসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার এবং সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র ও নিবন্ধ প্রকাশ করে।
টুঙ্গিপাড়ায় মূল আয়োজন :গোপালগঞ্জ প্রতিনিধি জানান, টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের পাবলিক প্লাজায় আলোচনা অনুষ্ঠানে সভাপতি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচনা সভা শেষে দর্শক সারিতে বসে প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
এর আগে গতকাল সকালে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ 'টুঙ্গিপাড়ায় হৃদয়ে পিতৃভূমি' শীর্ষক শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এরপর বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সঙ্গে এ সময় তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক উপস্থিত ছিলেন। পরে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিয়ে দলের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
বঙ্গবন্ধুর সমাধিতে সাধারণ মানুষের শ্রদ্ধা :রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধুর সমাধিতে দেশের বিভিন্ন স্থান থেকে আগত মানুষের ঢল নামে। রংবেরঙের পতাকা, ব্যানার, ফেস্টুন ও তোরণ দিয়ে টুঙ্গিপাড়াকে বর্ণিল সাজে সাজানো হয়। উৎসবমুখর পরিবেশে হাজার হাজার মুজিব আদর্শের অনুসারী ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি জন্মদিনের শ্রদ্ধা নিবেদন করেন। ফুলে ফুলে ভরে ওঠে বঙ্গবন্ধুর সমাধিসৌধ।
এদিকে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সারাদেশের সব সরকারি হাসপাতাল রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
বিশেষ প্রার্থনা কর্মসূচির অংশ হিসেবে বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের সব মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ ছাড়া সকাল ৮টায় তেজগাঁও গির্জায়, সকাল ৯টায় মিরপুর ব্যাপ্টিস্ট চার্চে খ্রিষ্টান সম্প্রদায়, সকাল ১০টায় রাজধানীর মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বৌদ্ধ সম্প্রদায় এবং সকাল সাড়ে ১১টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে হিন্দু সম্প্রদায়ের প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
ঢাবিতে কর্মসূচি :ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মসূচির মধ্যে ছিল পুষ্পস্তবক অর্পণ, শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সংগীতানুষ্ঠান। কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা সকালে ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
দুদকের আলোচনা সভা :বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে ব্যক্তিস্বার্থ চিন্তা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। তিনি বলেন, বঙ্গবন্ধু নিজের জন্য কিছুই করেননি। তিনি যা করেছেন, সবই দেশের জন্য। দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে এই আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় পঁচাত্তরের ১৫ আগস্ট ঘাতকের হাতে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাকফিরাত কামনা করে দোয়া করা হয়।
এদিকে রাজধানী ঢাকার বাইরেও বিভাগীয় শহরসহ জেলা-উপজেলায় নানা আয়োজনে বঙ্গবন্ধুকে স্মরণ করা হয়।
চট্টগ্রাম ব্যুরো জানায়, সকালে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন, জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, পুলিশ সুপার এস এম রশিদুল হকসহ প্রশাসনের কর্মকর্তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। নগরের থিয়েটার ইনস্টিটিউট হলে নগর আওয়ামী লীগের আলোচনায় সভায় বক্তব্য দেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন প্রমুখ। এ ছাড়া বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড এবং সেক্টর কমান্ডারস ফোরাম।
খুলনা ব্যুরো জানায়, সকালে খুলনা সার্কিট হাউস ময়দানে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা উদ্বোধন করেন সিটি মেয়র তালুকদার আবদুল খালেক। পরে জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন, কেএমপি কমিশনার মাসুদুর রহমান ভূঞা, কেডিএর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এসএম মিরাজুল ইসলাম প্রমুখ। এরপর মেলা প্রাঙ্গণ থেকে সুবর্ণজয়ন্তী শোভাযাত্রা বের করা হয়। শিশু একাডেমির উদ্যোগে রচনা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা হয়।
সিলেট ব্যুরো জানায়, সকালে জেলা প্রশাসন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরালে মুক্তিযোদ্ধা কমান্ডের শ্রদ্ধা জানানোর পর পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। জেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রাটি জেলা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার। জেলা প্রশাসক মজিবর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন মহানগর পুলিশ কমিশনার নিশারুল আরিফ, ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ প্রমুখ।
রাজশাহী ব্যুরো ও রাবি প্রতিনিধি জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গবন্ধু হলে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে সিঅ্যান্ডবি মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জানান কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীরা। মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজশাহী কলেজে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। রাবিতে ১০ দিনব্যাপী 'মুজিববর্ষ গ্রন্থ উৎসব' উদ্বোধন করেন উপাচার্য। বিভিন্ন স্কুলে শিশু সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়।
বরিশাল ব্যুরো জানায়, বরিশাল নগরীর শহীদ সোহেল চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করেন জেলা ও নগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু উদ্যানে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। সকালে জেলা প্রশাসনের বর্ণাঢ্য শোভাযাত্রায় নেতৃত্ব দেন বিভাগীয় কমিশনার আমিন উল আহসান। বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ছাদেকুল আরেফিনের নেতৃত্বে শোভযাত্রা শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।
ময়মনসিংহ প্রতিনিধি জানান, সকালে নগরীর সার্কিট হাউস প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। বিকেলে সার্কিট হাউস চত্বরে 'মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা' উদ্বোধন করা হয়। বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ আনোয়ার, অতিরিক্তি ডিআইজি মো. শাহ্ আবিদ হোসেন, পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান প্রমুখ।
মন্তব্য করুন