- বাংলাদেশ
- ‘বঙ্গবন্ধু যেভাবে মানুষকে কাছে টেনে নিতেন তা অনুসরণ করা উচিত’
‘বঙ্গবন্ধু যেভাবে মানুষকে কাছে টেনে নিতেন তা অনুসরণ করা উচিত’

ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী
প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী (বীর বিক্রম) বলেছেন, সকল প্রতিবন্ধকতা অতিক্রম করতে বঙ্গবন্ধুর মতো দৃঢ় প্রত্যয়ী হতে হবে। বঙ্গবন্ধু যেভাবে সাধারণ মানুষকে কাছে টেনে নিতেন, তা আমাদের অনুসরণ করা উচিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উদ্যাপন উপলক্ষে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, বঙ্গবন্ধু আজীবন সংগ্রাম করেছেন সাধারণ মানুষের মুক্তির জন্য। তাকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে আমরাও দেশ ও সাধারণ মানুষের জন্য কিছু করতে পারবো।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এক বার্তায় বলেন, একজন মানুষ যার বজ্র কণ্ঠে কেঁপে উঠতো শোষকের গদি, জেগে উঠেছিল সমগ্র জাতি। সেই মানুষটার কাছে শিশুরাই ছিল সবচাইতে প্রিয়। তার স্বপ্ন ছিল সোনার বাংলার শিশু কিশোররা মানবিক ও আধুনিক শিক্ষার পাশাপাশি খেলাধুলায় বিকশিত হবে। শিশু কিশোরদের মানবিক বিকাশে তাদের সামনে বঙ্গবন্ধুর আত্মত্যাগ – দেশপ্রেম- সংগ্রাম তুলে ধরতে হবে। এতে শিশু কিশোররা আত্মপ্রত্যয়ী হয়ে বেড়ে উঠবে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ পেট্টোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান এ বি এম আজাদ এনডিসি, পেট্টোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান, অতিরিক্ত সচিব এস এম জাকির হোসেন , অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর আলম ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন।
বৃহস্পতিবার বিকেল ৪ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উদ্যাপন উপলক্ষে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) প্রধান কার্যালয়ে জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরীর নেতৃত্বে কর্মকর্তারা পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান।
মন্তব্য করুন