এবার ফাল্গুন মাস কিছুটা শীতল ছিল। কিন্তু ৩ তারিখেই চৈত্র বুঝিয়ে দিচ্ছে তার কত ঝাঁঝ। বৈশাখ-জ্যৈষ্ঠ তো এখনও অনেক দূরে; ইতোমধ্যেই অনেক জায়গায় তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। এ রকম মৃদু তাপপ্রবাহ দেশে আরও কয়েক দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

ঢাকাসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। তবে এতেই অস্থির হলে চলবে না। যে গরম পড়তে শুরু করেছে, তার মাত্রা বাড়বে আরও। এই তথ্য জানিয়ে আবহাওয়াবিদরা বলছেন, এপ্রিলে তাপমাত্রা হতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, কয়েকদিন ধরে তাপমাত্রা বাড়ছে দিনের বেলায়। বৃষ্টি না থাকায় গরম অনুভূত হচ্ছে সবখানে। শুরু হয়েছে মৌসুমের প্রথম দফার মৃদু তাপপ্রবাহ। আরও দুয়েক দিন এ তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

থার্মোমিটারের পারদ ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে উঠলে আবহাওয়াবিদরা তাকে মৃদু তাপপ্রবাহ বলেন। উষ্ণতা বেড়ে ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে বলা হয় মাঝারি তাপপ্রবাহ। আর তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গেলে তাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়।

এদিকে ২২ মার্চ একটি ঘূর্ণিঝড় বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে। এর প্রভাবে অল্পস্বল্প বৃষ্টি হতে পারে। এতে তাপ খানিকটা কমতে পারে। তবে আবহাওয়াবিদরা জানান, তাপ কমার কথা শুনে হাঁপ ছাড়ার উপায় নেই। সামনে আরও গরম পড়বে বলেই সতর্ক করছেন তারা।

মার্চের দীর্ঘ মেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে ১-২টি মৃদু তাপপ্রবাহ অথবা মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। দেশের উত্তর, উত্তর পশ্চিম ও মধ্যাঞ্চলে ১-২ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি অথবা তীব্র কালবৈশাখী ঝড় এবং দেশের অন্যত্র ২-৩ দিন বজ্র/শিলা বৃষ্টিসহ মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে।