- বাংলাদেশ
- পদ থেকে অব্যাহতি চাইলেন বিশ্ববিদ্যালেয়ের রেজিস্ট্রার
পদ থেকে অব্যাহতি চাইলেন বিশ্ববিদ্যালেয়ের রেজিস্ট্রার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের দায়িত্ব পালনে অস্বস্তিবোধ করছেন জানিয়ে অব্যাহতিপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার (২২ মার্চ) দুপুর ২টায় কুবি উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈনের বরাবর তিনি এ অব্যাহতিপত্র জমা দেন।
অব্যাহতিপত্রে ড. আবু তাহের উল্লেখ করেন, সমসাময়িক বিভিন্ন বিষয়ে নিয়ে তিনি বিব্রত এবং দায়িত্ব পালনে অস্বস্তিবোধ হওয়ায় আগামীকাল (২৩ মার্চ) থেকে দায়িত্ব থেকে অব্যাহতি চাচ্ছি।
অধ্যাপক ড. আবু তাহের বলেন, ‘বর্তমানে বিভিন্ন বিষয় নিয়ে বিব্রতবোধ করছি। কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলন করলেন, আমাকে নিয়ে অনেক লেখালেখি হলো। যা আমার ব্যক্তিত্বের সঙ্গে যায় না। আমি ওই চেয়ারটাতে বসব, আমাকে নিয়ে কথা হবে, আন্দোলন হবে; যা আমার জন্য অস্বস্তিকর। যার কারণে আমি অব্যাহতি চেয়েছি।’
উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন বলেন, তিনি অব্যাহতি চেয়ে একটি পত্র দিয়েছেন। সেটি আমি পেয়েছি। তিনি যেহেতু আর কাজ করতে পারবেন না, তাই এটি আমরা গ্রহণ করেছি। পরবর্তীতে কাকে নিয়োগ দেওয়া হবে এ ব্যাপারে আমরা এখনো কোনো সিদ্ধান্ত নেইনি।
এর আগে গত ১৯ জানুয়ারি রেজিস্ট্রারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে রেজিস্ট্রার বিরোধী আন্দোলনে নামেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় তার দপ্তরে তালাও ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা। সে সময় তারা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের থেকে রেজিস্ট্রার দেওয়ারও দাবি তুলেন। পরবর্তীতে প্রশাসনের সঙ্গে আলোচনা করে কয়েকটি শর্তে রেজিস্ট্রার দপ্তরের তালা খুলে দেন আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা।
মন্তব্য করুন