বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশের (বিডিইউ) উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেছেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে দেশকে শতভাগ বিদ্যুতের আলোয় আলোকিত করেছেন শেখ হাসিনা। তার সুযোগ্য নেতৃত্বে আমরা উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের এই এগিয়ে যাওয়ার প্রেরণা যুগিয়েছেন শেখ মুজিবুর রহমান। শনিবার সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা বলেন।

অধ্যাপক মুনাজ আহমেদ নূর বলেন, জাতির পিতা মাত্র সাড়ে তিন বছরে এ দেশের প্রতিটি মানুষের মুখে হাসি ফোটাতে বিদ্যুৎ, কৃষি, সমবায়, শিল্প, বিজ্ঞান, গৃহ নির্মাণ, অর্থনীতি, বাণিজ্য ব্যবস্থাপনা, শিল্প ব্যবস্থাপনা জাতীয়করণ, শিক্ষা ও সংস্কৃতি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ভূমি ব্যবস্থাপনাসহ নানা কার্যক্রম বাস্তবায়ন করেছিলেন।

উপাচার্য বলেন, আজও বাংলাদেশে রাষ্ট্রীয় পর্যায়ে কোনো কাজ করতে গেলে দেখতে পাই হয় প্রতিষ্ঠানটি জাতির পিতা নির্মাণ করে দিয়ে গেছেন না হয় ওই প্রতিষ্ঠানটি যে প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ায় করা হয়েছে তার শুরুটা বঙ্গবন্ধু করেছেন। তিনি বলেন, জাতির পিতার আহ্বানে প্রতিটি বাঙালির মনে বাংলাদেশের বীজ রোপিত হয়। বাঙালি মুক্তিযুদ্ধ ও দেশ স্বাধীন করার শপথ নেয়। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. আশরাফ উদ্দিন, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মুহাম্মদ শাহীনূল কবীর, শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান (অতিরিক্ত দায়িত্ব) মো. আশরাফুজ্জামান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) ফারজানা আক্তার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক সামছুদ্দীন আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরে গাজীপুরের কালিয়াকৈরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের মহান শহিদদের স্মরণে আলোচনা সভা এবং রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর।