ঢাকা-বরিশাল নৌ-পথে চলাচলকারী এ্যাডভেঞ্চার-৯ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। রোববার বিকেলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

ফায়ার সার্ভিসের বিবৃতিতে জানানো হয়, অগ্নিকাণ্ডের কারণ অনুসদ্ধান ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ফায়ার সার্ভিসের উপপরিচালক (উন্নয়ন) নূর হাসান আহমেদকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সদরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার, ওয়্যারহাউজ ইন্সপেক্টর দোলন আচার্য এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সের অ্যাডজুটেন্ট দোলন আচার্য।

এর আগে রোববার সকাল ১০টা ৫২ মিনিটে সদরঘাট লঞ্চ টার্মিনালে নোঙর করা অবস্থায় এ্যাডভেঞ্চার-৯ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ১০টা ৫৬ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট দীর্ঘ ২ ঘণ্টার চেষ্টায় দুপুর ১টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এরপর দুপুর ২টা ৫২ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপিত হয় বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।