- বাংলাদেশ
- সদরঘাটে লঞ্চে আগুন : পুড়েছে দেড় শতাধিক কেবিন
সদরঘাটে লঞ্চে আগুন : পুড়েছে দেড় শতাধিক কেবিন
রাজধানীর সদরঘাট টার্মিনালে নোঙর করা অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের অগ্নিকাণ্ডে দেড় শতাধিক কেবিন পুড়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার সমকালকে জানান, ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় রোববার বেলা ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে বেলা ১০টা ৫৩ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।
এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিভাগের ফায়ার সার্ভিসের উপপরিচালক দীন মনি শর্মা। তিনি জানান, আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটি প্রতিবেদন দেবে।
দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, লঞ্চটির তিনতলায় ভিআইপি কেবিনে আগুন জ্বলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে লঞ্চটির তৃতীয় তলায় ভিআইপি কেবিনে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) মেরামতের সময় আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্বিতীয় ও তৃতীয় তলার কেবিনে ছড়িয়ে পড়ে। ঢাকা-বরিশালের রুটের এই লঞ্চটিতে তখন কোনো যাত্রী ছিল না।
মন্তব্য করুন