জমিতে সেচের পানি না পেয়ে বিষপান করা রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দুই কৃষকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে কৃষি মন্ত্রণালয়। চার সদস্যবিশিষ্ট এই তদন্ত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে দু’জন কৃষকের মৃত্যুর কারণ ও সময়মতো সেচের পানি না পাওয়ার কারণ উদঘাটন করে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের উপকরণ-১ অধিশাখার সিনিয়র সহকারী সচিব তাসনিম জেবিন বিনতে শেখ স্বাক্ষরিত এক আদেশ পত্র থেকে এ তথ্য জানা যায়।

চার সদস্যবিশিষ্ট এই তদন্ত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে, কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব (সার ব্যবস্থাপনা ও মনিটরিং) মো. আবু জুবাইর হোসেন বাবলুকে। আর সদস্য হিসেবে রয়েছেন- রাজশাহীর জেলা প্রশাসক, রাজশাহী প্রতিনিধি; বিএডিসি নাটোরের নির্বাহী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) মো. সাজ্জাদ হোসেন ও বিএমডিএ নওগাঁর নির্বাহী প্রকৌশলী মো. সমশের আলী।

জানা যায়, বোরো ধানের জমিতে সেচের পানির জন্য বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপে ঘুরলেও পানি পাচ্ছিলেন না রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কৃষক অভিনাথ মারান্ডি (৩৬) ও তার চাচাতো ভাই রবি মারান্ডি (২৭)। ক্ষোভে গত বুধবার সন্ধ্যার আগে গভীর নলকূপের সামনেই অভিনাথ ও রবি একসঙ্গে কীটনাশক পান করেছিলেন। সেদিন রাতে বাড়িতেই মারা যান অভিনাথ। রবিকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ৮টার দিকে তিনিও মারা যান।