পবিত্র রমজানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটি নিয়ে নানা গুজব ছড়িয়েছে উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলেছে, এসব অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত গুজবে যেন কেউ কান না দেন।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক বিদ্যালয়গুলোতে পবিত্র রমজানের ছুটির বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীর নির্দেশনা প্রদান সংক্রান্ত গুজব ছড়ানো হচ্ছে। 

গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলছে, গুজব রটানোকারীদের চিহ্নিত করে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আগেই জানিয়েছে, ২০ রমজান পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম চালু থাকবে। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে ক্লাস।